শিরোনাম

চট্টগ্রাম জাতীয় ওলামা-মাশায়েখ কর্তৃক আহমদ শফী (রহ.) জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা 

ডেস্ক রিপোর্ট: 

চট্টগ্রাম মহানগর জাতীয় ওলামা- মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজ (৯ অক্টোবর ২০ ইং) জুমাবার সেগুন বাগান মাদ্রাসা কমপ্লেক্স মসজিদে আল্লামা শাহ আহমদ শফী (রহ.)’র জীবনকর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হইয়াছে।

এতে চট্টগ্রাম মহানগর’র ওলামা নেতা ও কেন্দ্রীয় জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি ড. আ ফ ম খালেদ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালিমুল কোরআন কমপ্লেক্সের মুহতামিম হা. মাও. তৈয়ব সাহেব। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক গবেষক ও লেখক পটিয়া মাদ্রাসার সহকারী মহাপরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজাহ। বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম।

হা. মাও. মনসূরুল হক জিহাদীর প্রথম অধিবেশনের সভাপতিত্বে ও হা. মাও. শেখ আমজাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে ছিলেন, মুফতি মোরশেদ, মুফতি ইমদাদুল্লাহ কাবীর ভূঁইয়া, মাও. জহিরুল ইসলাম, মাও. এমদাদ উল্লাহ চাঁদপুরী, মুফতি হাসান মুরাদাবাদী, মুফতি গোলাম কিবরিয়া শরীফী, দৈনিক ওলামা কন্ঠ পত্রিকার সম্পাদক কে. এম. নূহু হোসাইন, মাও. আব্দুল হামিদ, মাও. ফজলে এলাহী, মুফতি হেলাল উদ্দিন রশিদী, মাও. নেছার উদ্দিন, মাও. মোজাম্মেল হক, মাও. মুজাহিদুল ইসলাম, মুফতি আনিসুর রহমান, মাও. সাদেক আহমেদ, মাও. অলিউল্লাহ, মাও. আলাউদ্দিন সাবেরী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আল্লামা আহমদ শফী (রহ.) ছিলেন একজন যুগশ্রেষ্ঠ আলেম ও দ্বীনের রাহবার। দেশের ইমামগণ ও ওলামায়ে কেরাম সহ যে কোন সাধারণ মানুষ কোন বিপদে পড়লে তার কাছে গেলে সাধ্য অনুযায়ী বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য সহযোগিতা করতেন।

প্রধান আলোচক বলেন, আল্লামা আহমদ শফী (রহ.) দেশের ইতিহাস ও দেশের যুগ শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন ছিলেন। তার জীবন কর্মকে বুকে ধারণ করে পথ চললে বর্তমান ও আগামী প্রজন্ম ছাত্র-শিক্ষক আলোকিত হবে।

সভাপতির বক্তব্যে আল্লামা ড. আ ফ ম খালেদ হোসেন বলেন, আল্লামা শফীর (রহ.) ডাকে ৩০ হাজার মাদ্রাসার ৫০ লক্ষ ছাত্র ৫-মে, শাপলা চত্বরে জড়ো হয়ে ঢাকা অবরোধ করেছিলেন। তিনি এমন একজন মানুষ ও প্রখ্যাত আলেম, তার সাথে কাহারো তুলনা হয়না। তিনি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদের সম্মানের পাত্র ও ওস্তাদ ছিলেন। তাকে আগামী প্রজন্ম যুগ যুগ বছর ধরে স্মরণ করবেন।

ইদানিং কিছু কওমী মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা আহমদ শফী রহিমাহুল্লাহ কে নিয়ে পক্ষে-বিপক্ষে বিভক্তি সৃষ্টি ছড়াচ্ছে, এ অভ্যাস থেকে সকলকে ফিরে আসতে হবে। আমরা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সদস্যরা কোন পক্ষে- বিপক্ষে তর্কে জড়াবো না। তিনি ফেসবুকারদের কে উদ্দেশ্য করে বলেন, ফেইসবুকে কিছু লিখলে হিসাব করে লিখতে হবে। আপনার দৈনিকের পোষ্ট মনিটরিং হচ্ছে। প্রত্যেক থানায় সাইবার টিম আছে। আপনার লেখার সাক্ষী আপনি নিজেই কিন্তু।

বক্তারা আল্লামা আহমদ শফী (রহ.) স্মরণসভায় তার জীবন কর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন :