সভাপতি: আল্লমা ড. আ ফ ম খালেদ হোসেন ও নির্বাহী সভাপতি: হিসেবে হা. মাও. মনসুরুল হক জিহাদীকে ফুল দিয়ে বরণ করেন চট্টগ্রাম মহানগর ওলামায়ে কেরাম দায়িত্বশীলগগন।
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ চট্টগ্রাম মহানগর কর্তৃক গতকাল (১৩ সেপ্টেম্বর ১৯ ইং) শুক্রবার রাত্র ৯ টা- চট্টগ্রাম দেয়ানহাট, আসকারাবাদ ঘর মসজিদ অস্থায়ী কার্যালয় তরবিয়াত ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ এর কেন্দ্রীয় সেক্রেটারি আল্লামা গাজী আতাউর রহমান, বিষেশ অতিথি ছিলেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুফতি কেফায়েতুল্লাহ কাশফী (ঢাকা)।
নগর ওলামা সেক্রেটারি হা. মাও. শেখ আমজাদ হোসাইন’র সঞ্চালনায় অন্যদের মধ্যে ছিলেন সহ-সভাপতি মুফতি মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুফতি ইমদাদুল্লাহ কাবীর ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক কে এম. নূহু হোসাইন, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা সদর হা. মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন এর নগর নেতা আলহাজ্ব জান্নাতুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি ডাক্তার রেজাউল করীম রেজা, মুফতি হুমায়ুন কবির খালভী, মুফতি মোরর্শেদ, মুফতি মাহমুদ হাসান, মুফতি শরীফী, মুফতি শাহেদ, মাও. রুহুল্লাহ, মাও. সিরাজুল ইসলাম সহ দের-শতাধিক ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নগর নতুন ওলামা সভাপতি: আন্তর্জাতিক ইসলামীক স্কলার গবেষক আল্লমা ড. আ ফ ম খালেদ হোসেন ও নির্বাহী সভাপতি: হিসেবে হা. মাও. মনসুরুল হক জিহাদীকে ফুল দিয়ে বরণ করেন চট্টগ্রাম মহানগর ওলামায়ে কেরাম দায়িত্বশীলগগন।
প্রধান অতিথি গাজী আতাউর রহমান বলেন ওলামাগন জাতীর রাহাবার ও পথ প্রদর্শক। তারা শুধু নিজেদের গদি ঠিক রাখার ফিকির করবেনা, বরং গোটা জাতীর জন্য চিন্তাশীল হতে হবে। কিভাবে জাতীর সমস্যা সমাধান করা যায়, এ নিয়ে চিন্তাশীল হতে হবে। এবং ওলামায়ে কেরাম ঐক্য হয়ে ইসলাম প্রচারের কাজকে আরো গতিশীল করতে হবে। নাবী- রাসূল গনের যে দায়িত্ব ছিল আমাদেরও একই দায়িত্ব। তিনি নগরের প্রয়াত সভাপতি: আল্লামা ড. জসিম উদ্দিন নদভীর মাগফিরাত কামনা করেন, ও আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেনকে দায়িত্ব দিতে পেরে আনন্দিত।
ড. আ ফ ম খালেদ হোসেন সভাপতির বক্তব্যে বলেন, ওলামায়ে কেরামদের কে আরো উদার হতে হবে, কাউকে ঠেলে না দিয়ে বুকে নিবো, এটাই ছিল রাসূলের আদর্শ। ওলামা মাশায়েখ এক হলে বিশ্বের গোটা জাতীকে বিজয় করা ও মুসোলমানদেরকে ইয়াহুদী নাসারাদের কবল থেকে বাঁচানো সম্ভব হবে বলে আমি মনে করি।