মোহাম্মদ আলী, চট্টগ্রাম থেকে: ১৬ অক্টোবর রোজ বুধবার মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির শ্রদ্ধেয় মাতা ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন মহোদয়ের সাথে নিজ বাসভবনে বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে হাসিনা মহিউদ্দিন মহোদয় বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে বলেন আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশন টি নিরলস ভাবে সমাজের উন্নয়নে যে কাজ যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন আমি এই সংগঠনের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং সব সময় এই সংগঠনের পাশে আছি এবং থাকব।
এই সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ সাজ্জাদুল করিম খান, চট্টগ্রাম মহানগর শাখা কমিটির সহ-সভাপতি পারভীন সুলতানা, যুগ্ম সম্পাদক কাজী মোঃ সবুজ, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আবু সাঈদ তনু, মোঃ কামরুল হাসান ও আবুল খায়রুল প্রমূখ।