আমির বিন সুলতান, বিশেষ প্রতিনিধি সাতকানিয়া: পুরানগড় প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চাউল সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় পুরানগড় প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ১২০ জন গরিব দুস্থ্যদের মাঝে উক্ত চাউল সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাউল, তেল,পিয়াচ,লবণ, বিতরণ করা হয়।
১০শে সেপ্টেম্বর রোজ মঙ্গবার বিকাল ৪টায় মিলনায়তনে উক্ত নতুনহাট শাহসরফু উদ্দীন এতিমখানা ও মহাফেজখানায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব, আলহাজ্ব আব্দুর রশীদ সাহেব, প্রধান অতিথি ছিলেন- পুরানগড় ইউনিয়ন এর সন্মানিত চেয়ারম্যান জনাব, আ.ফ.এম. মাহবুবুল হক শিকদার ।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল বলেন, পুরানগড় প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন ২০১৯ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই সব সময় অসহায় মানুষের পাশে ছিল। সংগঠনটি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে অতি অল্পসময়ে জনপ্রিয় হয়ে উঠেছে। পুরানগড় ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি প্রবাসে বসবাস করছে। তার মধ্যে মাত্র ১৭জন প্রবাসীর অক্লান্ত পরিশ্রমের ফসল এ সংগঠন। নিঃস্বার্থ ভাবে ছায়া হিসেবে দরিদ্রদের পাশে থাকাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের বিশেষ অথিতি: জনাব নরুল আমিন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান বলেন, অর্জিত অর্থ/সম্পদের ৪০ ভাগের ১ ভাগ যাকাত আদায় করা ফরয। যাকাত দিলে আল্লাহপাক বরকত দান করে। সম্পদ বেড়ে যায়। এ সংগঠনের সদস্যরা তাদের অর্জিত সম্পদ পবিত্র করার পাশাপাশি নিঃসন্দেহে এলাকার মানবসেবায়ে এগিয়ে আসছে। পুরানগড় ইউনিয়ন এর অন্যান্য প্রবাসী ভাইদেরও এ সংগঠনে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের অথিতী: জনাব,আব্দুল আজিজ বক্তব্য রাখেন- ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ, উপদেষ্টা, মোঃ জিয়া মোরশেদ,উপেদষ্টা,মাস্টার সালামত উল্লাহ, উপদেষ্টা, মোঃ আতাউল ইসলাম চৌধুরী, সহ সভাপতি শাহেদুল ইসলাম এবং অর্থ সম্পাদক- মোঃ মহিম উদ্দীন।
মালয়েশিয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধা,
পুরানগড় প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সন্মানিত সভাপতি মোঃ আলিম উদ্দীন বলেন, মানব কল্যাণমূলক এমন কোনো সংগঠন পুরানগড় ইউনিয়নে হয়নি। মানুষের কল্যাণে এই সংগঠনটি ৪/৫/২০১৯ সালে প্রতিষ্ঠিত করেন-মোঃ শরীফ উদ্দীন (শরীফ) তার ধারাবাহিকতায় আমরা আমাদের কষ্টার্জিত অর্থে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমরা যেহেতু প্রবাসী তার কারণে আমরা দেশে টিম রেখেছি যাতে অসহায় মানুষের কাছে আমাদের সংগঠনের দান গুলো তাদের হাতে পৌছে দেওয়ার জন্য।
তিনি আরো বলেন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ শরীফ উদ্দীন (শরীফ) মানবকল্যাণ ও সামাজিক ভিবিন্ন সংগঠনে জড়িত আছেন অনেক সংগঠনে এবং আমরা তার মধ্যমে পুরানগড় ইউনিয়ন এর প্রবাসী ভাইদের নিয়ে পুরানগড় প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করি।
পুরানগড় ইউনিয়নের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা মিলে মানব কল্যাণমূলক যে মহৎ উদ্যোগে মানব কল্যাণমূলক সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন-আমি এবং যারা নতুন সদস্য হয়েছেন আমরা সকলেই গর্বিত মানব সেবায় নিজেদের নিবেদিত করতে পেরে।
অত্র সংগঠনে সাধারণ সম্পাদক -মোঃ ছাবের আহমদ বলেন আমরা গর্বোত করি এই সংগঠনটা নিয়ে কারণ এই সংগঠনটা শুধু মানবকল্যাণে কাজ করে যাচ্ছে শুধু আমি নয় পুরা ইউনিয়ন এর বাসিন্দারা ও অনেক খুশী এই সংগঠনটা নিয়ে আমরা দোয়া করি এই সংগঠনের প্রতিষ্ঠাতা -মোঃ শরীফ উদ্দীন (শরীফ) ভাইয়ের জন্য ,
তার কঠিন পরিশ্রমে আজ পুরানগড় ইউনিয়নে মানবকল্যাণ মূলক একটা সংগঠন প্রতিষ্ঠিত লাভ করেন।
অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শরীফ উদ্দীন(শরীফ) বলেন,
আমি কৃতজ্ঞ থাকবো সবার উপর,যারা এই দিন টাকে সফল করার জন্য নিজেদের মূল্যবান সময় নষ্ট করে বিভিন্নভাবে আমাদের সংগঠনে সময় দিয়েছে।
আমি ” তরঙ্গ ” থেকে সুন্দর মনের মানুষ পেয়েছি তেমনি পেয়েছি একটা পরিবারকে।
আমি আশাবাদী এই পরিবার টা সারাজীবন এভাবেই ঐকবদ্ধ হয়ে কাজ করবে।
অত্র সংগঠনের দায়ীত্বশীলবৃন্দ:
সভাপতি- মোঃ আলিম উদ্দীন।
সহ-সভাপতি -শাহেদুল ইসলাম।
সাধারণ সম্পাদক- মোঃ ছাবের আহমদ।
অর্থ সম্পাদক- মোঃ মহিম উদ্দীন।
ধর্ম বিষয়ক সম্পাদক- মোঃ ওচমাণ গণি ।
প্রবাসী বিষয়ক সম্পাদক- মোঃ জামাল উদ্দীন। সহ প্রবাসী বিষয়ক সম্পাদক- মোঃ আব্দুল মালেক। মিডিয়া সম্পাদক- মোঃ রেজাউল করিম। সহ-মিডিয়া সম্পাদক- মোঃ মগবুল আহমদ। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মোঃ সিদ্দিক হোসেন।
সদস্য সচিব- মনির উদ্দীন।
সদস্য-মোঃ শরীফ
সদস্য -মাইনুল হাসান।
উপদেষ্টা মন্ডলীজন আছেনঃ
প্রধান উপদেষ্টা -আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ।
সদস্য উপদেষ্টা -আলহাজ্ব জহির শিকদার।
উপদেষ্টা- মোঃ শাহরিয়ার জামান মিরাজ।
উপদেষ্টা- মোঃ জিয়া মোরশেদ।
উপদেষ্টা- আাতাউল ইসলাম চৌধুরী।
উপদেষ্টা- মোঃ ফুজলুল কবির।
উপদেষ্টা- মাস্টার ছালামত উল্লাহ।