সিন্ধান্ত গৃহীত: ১) সেপ্টেম্বর মাসের মধ্যে ১১ জেলা সমন্বয় চট্টগ্রাম বিভাগীয় কমিটি পূনাঙ্গ করন ২) আগামী অক্টবরের মধ্যে চট্টগ্রাম মহানগর কমিটি গঠন ও ৩) চট্টগ্রাম জেলা কমিটি গঠন ৪) গঠনকৃত কমিটি অনুমোদ করানো।
ওলামা ডেস্ক: জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন’র চট্টগ্রাম বিভাগীয় কমিটির ব্যবস্থাপনায় অফিস কার্যালয় আজ (১৯ সেপ্টেম্বর ১৯ ইং) বুধবার জরুরী আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
এতে দৈনিক ওলাম কণ্ঠ’র সম্পাদক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন’র চট্টগ্রাম বিভাগীয় সভাপতি: কে. এম. নূহু হোসাইনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক: মো: ইসমাইল হোসেনের চঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক: মো: কামাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট মোহাম্মদ মিয়া ফারুক, ধর্মবিষয়ক সম্পাদক ও দৈনিক ওলামা কণ্ঠ’র বার্তা সম্পাদক: মাও. মাহফুজুর রহমান আল আমিন, দৈনিক ওলামা কন্ঠ’র বিভাগীয় সম্পাদক: মো: রফিকুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য মো: কাউছার আলম, মো: শরিফুল ইসলাম প্রমূখ।
আলোচনা বৈঠক থেকে যে সব সিন্ধান্ত গৃহীত হয়- ১) সেপ্টেম্বর মাসের মধ্যে ১১ জেলা সমন্বয় চট্টগ্রাম বিভাগীয় কমিটি পূনাঙ্গ করন ২) আগামী অক্টবরের মধ্যে চট্টগ্রাম মহানগর কমিটি গঠন ও ৩) চট্টগ্রাম জেলা কমিটি গঠন ৪) গঠনকৃত কমিটি অনুমোদ করানো।
পরিশেষে পূনাঙ্গ কমিটি গঠনে বিভাগের সকল সদস্য ও কেন্দ্রের কাছে সহযোগিতা কামনা করেন।