শিরোনাম

চট্টগ্রাম সিটি হাতপাখার মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম মনোনয়ন জমা দিলেন

 

ওলামা কন্ঠ ডেস্ক: আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলাম।

আজ (২৩ ফেব্রুয়ারী-২০২০) বিকাল ৩ টায় মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দকে সাথে নিয়ে চট্টগ্রাম আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এর নিকট মনোনয়নপত্র জমাদেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাসেম মাতব্বর, সেক্রেটারী আল মুহাম্মদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নূরী, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি ফুরকান সিকদার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাজিম উদ্দীন, নওয়াব মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :