শিরোনাম

চট্টগ্রাম সেগুনবাগান মাদ্রাসায় করোণা মুক্তির জন্য খতমে জালালী ও দোয়া অনুষ্ঠিত

ওলামা কন্ঠ ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামে ঐতিহ্যবাহী “তা’লীমুল কুরআন কমপ্লেক্স” সেগুনবাগান মাদ্রাসার হলরুমে করোণা ভাইরাস থেকে মুক্তির জন্য আজ (২৩ জুন ২১) বুধবার বাদ মাগরিব খতমে জালালী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রদের একাংশ, সেগুন বাগান চট্টগ্রাম

কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মহাপরিচালক হা. মাও. তৈয়ব সাহেবের নিজ উদ্যোগে শতাধিক ছাত্র ও শিক্ষকসহ এলাকার মুসল্লিদের নিয়ে মহামারী করোনাভাইরাস থেকে সমগ্র মানব জাতির মুক্তির আশা নিয়ে দোয়ার মজলিসের ব্যবস্থা করেন।

উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন, হা. মাও. তৈয়ব সাহেব। সার্বিক সহযোগিতায় ছিলেন, কমপ্লেক্সের অন্যতম ব্যক্তিত্ব চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী ডা. মুহা. রেজাউল করিম (রেজা) প্রমূখ।

মোনাজাতে করোনাভাইরাস থেকে বেঁচে থাকার জন্য, দেশ-বিদেশের সকল মুসলিম বাসীর জন্য দোয়া করা হয়েছে। বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ও সংসদ ভবনের সকল সদস্য ও সরকারী-বেসরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের জন্য দোয়া করা হয়েছে। বাংলাদেশের সকল প্রশাসন ও ডাক্তার এবং দেশের শীর্ষ পর্যায়ের আলেমদের জন্য দোয়া করা হয়েছে।

পরিশেষে দেশের মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দোয়া করে ইতি টেনে দেশবাসীর সুখ-সমৃদ্ধি উন্নতি কামনা করেছেন। একই সাথে ঐতিহ্যবাহী সেগুনবাগান মাদ্রাসার সমস্ত বালা- মুসিবতের জন্য ও দ্বীনি মারকাজ কিয়ামত পর্যন্ত কায়েম রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন :