শিরোনাম

চতুর্থ পর্ব-সময়ের সাহসী সংবাদপত্র দৈনিক ওলামা কন্ঠ: আ.স.ম. আবু তালেব

সম্পাদক মহোদয় হচ্ছেন লেখক ও কলামিষ্ট, সিনিয়ার সাংবাদিক, মানবাধিকার কর্মি, তরুন আলেমে দ্বিন কে. এম. নুহু হোসাইন। তার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার ০১৭৩৪৩৬১৫৩৭।

সত্য সংবাদ সদা প্রকাশে নির্ভিক দৈনিক ওলামা কন্ঠ। সচেতন পাঠকদের সব সময় পছন্দের প্রথম শীর্ষেই রয়েছে এই সংবাদপত্রটি। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক তথা রাষ্ট্রীয় সকল চমকপ্রদ সংবাদ নিমিষেই পাওয়া যায়।

প্রায়ই বন্ধু মহলের কেউ কেউ মোবাইলে কল করে জানতে চাচ্ছেন, কি ভাবে দৈনিক ওলামা কন্ঠ’র সংবাদ দেখা যায়? সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আপনারা ফেসবুকে গিয়ে দৈনিক ওলামা কন্ঠ সার্চ দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন আপনাদের কাংক্ষিত সংবাদপত্র দৈনিক ওলামা কন্ঠ।

সারা বাংলাদেশে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক নিয়োগ চলছে। যারা লিখনির মাধ্যমে ইসলাম দেশ তথা জাতির বন্ধু হয়ে নিঃস্বার্থ ভাবে সেবা করতে চান তারা পাসপোর্ট সাইজের এক কপি ছবি, ভোটার আইডি কার্ডের দু’পিঠের ছবি সহ অন লাইনে দৈনিক ওলামা কন্ঠে ইমেইল-এ আবেদন করুন।

Email: [email protected]

সম্পাদক মহোদয় হচ্ছেন লেখক ও কলামিষ্ট, সিনিয়ার সাংবাদিক, মানবাধিকার কর্মি, তরুন আলেমে দ্বিন কে. এম. নুহু হোসাইন। তার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার ০১৭৩৪৩৬১৫৩৭।

নির্বাহীসম্পাদক মাষ্টার মো: সোলাইমান হোসেন (সোহাগ)। তার মোবাইল নাম্বার ০১৩১৬৭৬৩৩১৫। বার্তা সম্পাদক হচ্ছেন মাওলানা মাহফুজুর রহমান অাল- আমি। তার মোবাইল নাম্বার ০১৭৪২৬২৩৬৫০।

নেপথ্যে রয়েছেন শিক্ষিত অভিজ্ঞতা সম্পন্ন মেধাবী অনেক জনপ্রিয় সাংবাদিক। সঠিক ইসলাম, স্বদেশ ও বিদেশের নিত্য নতুন সংবাদ পেতে নিয়মিত চোখ রাখুন দৈনিক ওলামা কন্ঠে এবং শেয়ার করে ছড়িয়ে দিন সারা বিশ্বে। সঙ্গে থাকুন, জানতে থাকুন। (চলবে)

নিউজটি শেয়ার করুন :