আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ
চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া আহসানাবাদ ও কওমিয়া শাখার ১৪৪২ হিজরী মোতাবেক ২০২০/২১ইং শিক্ষা বর্ষের সবক অনুষ্ঠানে আজ রবিবার ৩০ আগষ্ট ছবক প্রদান করেন শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম,শায়খে চরমোনাই।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জামিয়া রশিদিয়া আহসানাবাদ চরমোনাই কওমিয়া শাখার রঈসুল জামিয়া মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দাঃবাঃ।
আজ জোহর বাদ সবক অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন শ্রেনির ছাত্ররা সবক দেয়ার পর পীর সাহেব চরমোনাই উপস্থিত উস্তায ও তালেবে এলেমদের উদ্দেশ্য সংক্ষীপ্ত নসিহত করেন। অতঃপর শায়খে চরমোনাই সকল শ্রেণীর ছাত্রদের উদ্দেশ্যে নসীহতপূর্ণ বয়ান পেশ করেন।
নিউজটি শেয়ার করুন :