বিনোদন ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৯-২১) নির্বাচন অাজ (২৫ অক্টোবর২৯ইং) শেষ হয়েছে। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ঢালিউডের প্রধান নায়ক শাকিব খান।
বিকেল ৪টার দিকে তিনি ভোট দেওয়ার জন্য এফডিসিতে প্রবেশ করেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে তিক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বলেন, ‘এ নির্বাচন দিয়ে চলচ্চিত্রের আমূল পরিবর্তন হবে না।
তিনি বলেন, ‘শিল্পীদের নির্বাচনে উৎসবমুখর পরিবেশ থাকে। কিন্তু গত দুই বছর বিশেষ করে এইবার প্রশাসনের এত চাপ, এত লোক দেখে মনে হচ্ছে না- উৎসবমুখর পরিবেশ আছে এখানে। এসব দেখে মনে হচ্ছে, এটা জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে।
শাকিব খান বলেন, ‘শুনলাম সোহেল রানা ভাই এবং বেশকিছু সিনিয়র শিল্পীদের গাড়ি আটকানো হয়েছে এফডিসির মূল ফটকে! তাদের সাথে কে আসছে না আসছে- এসব প্রশ্ন করা হচ্ছে। আরে ভাই, এটা আমার ঘর। নিজের ঘরে ঢুকতে বাধার মুখে পড়তে হবে কেন? এটা বিব্রতকর।’
শাকিব বলেন, ‘একটা কথা বলে রাখি, এই নির্বাচন কখনোই আমূল পরিবর্তন আনবে না আমাদের চলচ্চিত্রের। কিন্তু কেউ কেউ এই নির্বাচন করে কাজ করুক বা অকাজ করুক- নিজেদের আলোচনায় রাখতে চায়। নেতা হতে চায়।