শিরোনাম

চুয়াডাঙ্গা জেলার জীবন নগরে ইট ভাটার মাটি চাপায় শিশুর মৃত্যু

 

মো: আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গা জেলার জীবননগরে একটি ইট ভাটার মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (৪ নভেম্বর ১৯) সোমবার সকালে বাঁকা এ. এন. জে. এম ইটভায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জিহাদ (৬) বাঁকা গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জীবননগর বাঁকা গ্রামের এ. এন. জে. এম ব্রীক্সের ইট ভাটার মাটির স্তুুপ করা ছিলো। গতকাল সকালে ভাটা কর্তৃপক্ষ ভেঁকু মেশিনের সাহায্যে মাটি স্তুুপের নিচ অংশে মাটি কেটে নেয়। ফলে ওই স্তুপটিতে নিচের অংশে গর্তের সৃষ্টি হয়।

বাঁকা গ্রামের একই বয়সের তিন শিশু ওই গর্তের মধ্যে খেলা করাকালে মাটির স্তুপে ধ্বস নেমে ঘটনাস্থলেই জিহাদ ও আরেফিন মাটির নিচে চাপা পড়ে । এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌছে চাপা পড়া শিশুদের উদ্ধারের চেষ্টা চালায়। এই ঘটনায় শিশু জিহাদ ঘটনাস্থলেই মৃত্যু হয়। মাটি চাপায় আহত আরেফিন (৬) কে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন :