শিরোনাম

চুয়াডাঙ্গায় চিলাভালকী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে বিষ!

মোঃ আব্দুল্লাহ হক,চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গা জেলার  আলমডাঙ্গা উপজেলার চিলাভালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ুয়া ৩ শিশুর টিফিনে বিষ মেশানোর অভিযোগ উঠেছে।এ ঘটনায় শংকিত গ্রামবাসী বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা যায়, চিলাভালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা অবধি ক্লাস চলে। দূরের এমনকি আশপাশের অধিকাংশ শিক্ষার্থি বিদ্যালয়ে দুপুরের খাবার নিয়ে যায়। অন্যান্য দিনের মত আজ দুপুরে টিফিনের বিরতি দিলে শিক্ষার্থীরা দুপুরের খাবার খাওয়ার জন্য তাদের টিফিন বক্স খোলে। সে সময় ৩ শিশু শিক্ষার্থীর টিফিন বক্স থেকে কীটনাশকের বিশ্রি গন্ধ বের হয়। শিফাত, প্রার্থনা ও সোহানা মন্ডল নামের ৩য় শ্রেণিতে পড়ুয়া ওই ৩ প্রত্যুৎপন্নমতি শিশু খাবার না খেয়ে ঘটনাটি শিক্ষকদের জানায়।

এদিকে, এ ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে শঙ্কিত গ্রামবাসি বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়। এ সময় ঘটনাস্থলে উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে ছুটে যান ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজোহা জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :