মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলো, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রাশিদা খাতুন (৫০) ও একই উপজেলার দোস্ত গ্রামের আব্দুস সামাদের স্ত্রী তহমিনা খাতুন (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে একটি গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার সিব্বির আহমেদের নেতৃত্বে আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রাশিদা খাতুনকে ১৫ বোতল ফেনসিডিল আটক করেন। পরে তারই স্বীকারোক্তিতে একই উপজেলার দোস্ত গ্রাম থেকে আর এক নারী মাদক ব্যবসায়ী তহমিনা খাতুনকে ৮০ গ্রাম গাঁজাসহ আটক করেন ।
পেশকার আব্দুল লতিফ জানান, আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় । ওই অভিযানে মাদকসহ ২ নারীকে আটক করা হয় তাদের মধ্যে তহমিনা খাতুনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির (১৯) (ক) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও রাশিদা খাতুনকে নিয়মিত মাদক আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা থানায় সোপার্দ করা হয়েছে, আদালতের সাথে ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও এসআই আকবর আলী ।