শিরোনাম

চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলন’র দায়িত্বশীল তারবিয়্যাত অনুষ্ঠিত

 

কুমিল্লা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা উত্তর শাখার উদ্যোগে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নয়টায় মিয়াবাজার আইএবি কার্যালয়ে আবুল কালাম আজাদের সভাপতিত্বে আবুল হাসেমের সঞ্চালনায় দায়িত্বশীল তারবিয়্যাত অনুষ্ঠিত হয়।

উক্ত তারবিয়্যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান জাফরি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে আমাদের ত্যাগ কুরবানি আরো বৃদ্ধি করা লাগবে।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আই.এ.বি’র কেন্দ্রীয় শুরা সদস্য সেলিম মাহমুদ। আরো উপস্থিত ছিলেন আই.এ.বি কুমিল্লা দক্ষিণ সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী । সেক্রেটারি মাওলানা নুরুদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :