শিরোনাম

ছারছীনার পীর সাহেব হুজুরের বড় জামাতার বাসায় পীর সাহেব চরমোনাই

 

ওলামা কন্ঠ রিপোর্ট: গতকাল (২১ফেব্রুয়ারী২০২০) বাদ জুমা ছারছীনার পীর সাহেব হুজুরের বড় জামাতা আলহাজ্ব মাওলানা মির্জা নুরুর রহমান বেগ সাহেবের বরিশাল সিটির চার নং ওয়ার্ড আমানতগঞ্জ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান চরমোনাইর পীর মুুফতি রেজাউল করীম।

এ সময় সাথে ছিলেন মুুফতি ফয়জুল করীম শায়েখে চরমোনাই, ছোট হুজুর মুফতি সৈয়দ নুরুল করীম, জামেয়া মাহমুদীয়ার প্রিন্সিপাল মাহবুবুর রহমান, প্রিন্সিপাল খাজা মঈনউদ্দিন, মাওলানা জাকারীয়া হামিদী, মাওলানা শামছুদ্দোহা তালুকদার, মাওলানা আব্দুল্লাহ আল মামুন টিটু, আবু আব্দুল্লাহ মাহমুদী প্রমূখ।

বরিশাল বাজার রোড মাদরাসার প্রিন্সিপাল হুজুরের মেয়ের আকত শেষে সবাই এক দস্তরখানায় খানা খাইলেন, আলহামদুলিল্লাহ্

নিউজটি শেয়ার করুন :