শিরোনাম

জনমনে প্রশ্ন: বিষ বৃক্ষ কে?

 

আ.সা. আবু তালেব: ক্যাসিনো নামক ডিজিটাল ও নিরাপদ জুয়া খেলার আস্তানার গর্বিত মালিক রাশেদ খান মেনন অবশেষে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার পর ধূলিসাৎ হয়ে গেল তার মান সম্মান।

বতর্মান সরকার কওমী মাদ্রাসায় কোনো জঙ্গি নেই দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা দিয়ে যথাযথ মূল্যায়ন করায় ফুঁসে ওঠেছিলেন তিনি। কওমী মাদ্রাসাকে তাই বিষ বৃক্ষ বলতে কুন্ঠাবোধ করেননি সে। ভাগ্যের নির্মম পরিহাস আজ তিনি জুয়াখোরদের প্রতিনিধি।

“ভাগ্যের লিখন না য়ায় খন্ডন” গ্রাম্য প্রবাদ বাক্যটি তাকে ঘিরে ফেলেছে। গোটা বাংলাদেশের মুসলমান আজ ছিঃ ছিঃ করছে। পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহু তায়ালা জুয়া সম্পূর্ণ হারাম ঘোষণা করার পরও মুসলমান নামধারী জন প্রতিনিধিরা মৃত্যুর ভয়কে বৃদ্ধাংঙ্গুলি দেখিয়ে কি ভাবে জুয়া নামক ক্যাসিনো ব্যবসায় জড়িয়ে পড়ে তা সচেতন মহলকে ভাবিয়ে তোলেছে।

তাদের সুপ্ত মনে প্রশ্ন উঁকি মারছে বিষ বৃক্ষ কে? কওমী মাদ্রাসার ছাত্র নাকি ধিকৃত ঘৃণিত ক্যাসিনোর মালিক জন প্রতিনিধির কলঙ্ক রাশেদ খান মেনন।

নিউজটি শেয়ার করুন :