আ.স.ম. আবু তালেব: নাম তার মন্নাফ। বয়স আনুমানিক সতের বছর। বাড়ি বরিশালে। সে একজন নির্মাণ শ্রমিক। অভাব-অন্টনের বিরুদ্ধে সংগ্রাম করে পরিবারের সবার মুখে দু’ মুঠো ভাত তুলে দেওয়ার আশায় মুন্সীগঞ্জের লৌহজং এসেছিল।
লৌহজংয়ে নতুন থানা ভবনের কন্ট্রোকদারদের ভেজাল সামগ্রী দিয়ে কাজ শুরুর কারণেই কাঁচা সিমেন্ট ইট সুড়কি নিয়ে গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টায় অকস্মাৎ ছাদটি ধসে পড়ে মন্নাফের করূণ মৃত্যু ঘটে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে নির্মাণ শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মন্নাফ আজ আর নেই। রয়ে গেছে তার পরিবারের ক্ষুধার্ত মুখ। কে শোকে শোকাহত হয়ে মন্নাফের পরিবারের হাল ধরবে? এ প্রশ্ন গোটা লৌহজংবাসীর।
নিউজটি শেয়ার করুন :