শিরোনাম

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি সদর শাখার কমিটি গঠন

নূরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি সদর শাখা কমিটি গঠন ও দ্বীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬অক্টোবর) বাদ এশা খাগড়াছড়ি পৌরসভার আরামবাগস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন খাগড়াছড়ি কোর্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর,হাসপাতাল গেট জামে মসজিদের খতিব মাওলানা শফিউল্লাহ, রোড ডিভিশন মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম মিসবাহ, মোহাম্মদ পুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন , নুনছড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বশির উদ্দিনন,দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন প্রমূখ।

সভায় বক্তাগণ বলেন,বর্তমানে আমাদের সমাজে নানান কুসংস্কার ও অশ্লীলতায় ভরে গেছে। নৈতিক চরিত্রের বিপর্যয় ঘটেছে। খুন ধর্ষণ , চুরি-ডাকাতি ও অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এ পরিস্থিতিতে আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

আদর্শবান মানুষ এবং দ্বীন প্রতিষ্ঠায় ওলামা কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতেে হবে।
আলোচনা শেষে মাওলানা ইউসুফ কে সভাপতি, মাওলানা রেজাউল করিম মিসবাহকে সিনিয়র সহ-সভাপতি ,মাওলানা জামাল উদ্দিন ও মাওলানা নাসিরকে সহ-সভাপতি ও মাওলানা মাওলানা মুসা কে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। পরিশেষে দেশ ,জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন :