ডেস্ক রিপোর্ট:
জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত আজ (৬ মার্চ ২০২১ ইং) শনিবার রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পীর সাহেব রেজাউল করীম, চরমোনাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা শেখ আহমাদ (হাটহাজারী), আল্লামা নুরুল ইসলাম আবিদ, মাও. আব্দুল হক আজাদ (বগুড়া), অধ্যক্ষ হাফেজ মাও. ইউনুছ আহমাদ, ড. আফম খালিদ হোসাইন (চট্টগ্রাম), মাও. খালিদ সাইফুল্লাহ (লক্ষীপুর), মুফতি ওমর ফারুক সন্দিপী, মাও. আব্দুল হালিম (বরিশাল), মুফতি ফয়জুল করীম, শায়খে চরমোনাই, অধ্যক্ষ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি মিজানুর রহমান সাঈদ ঢাকা, ড. কাফিল উদ্দিন সরকার, ড. মোস্তাক আহমেদ, ক খ ম আবু বক্কর সিদ্দিক, মাও. উবায়দুর রহমান খান নদভী-
অন্যদের মধ্যে ছিলেন, আল্লামা শেখ আহমদ চাটগাঁমী, আল্লামা আব্দুল হক, মুফতি শামসুদ্দিন জিয়া, আল্লামা খালেদ সাইফুল্লাহ, উত্তরা শামসুদ্দিন জিয়া, মাও. আব্দুল হক আজাদ, মাও. হেদায়েতুল্লাহ আল ফরিদী, মাও. মুসলেহ উদ্দিন রাজু, মুফতি দেলোয়ার হোসাইন আল্লামা সাজিদুর রহমান, মাও. ওবায়দুর রহমান মাহবুব, মাও. মুশতাক আহমদ, মুফতি ইমাদুদ্দীন ত্বহা তোর প্রমুখ। এছাড়াও বাংলাদেশের ৬৪ জেলা থেকে শত শত ওলামায়ে কেরাম ও দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
সম্মেলনের এক পর্যায়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রধান উপদেষ্টা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আগামী সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।
ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ
কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন: সভাপতি: আল্লামা নুরুল হুদা ফয়েজী। সহ-সভাপতি: মাও. আব্দুল হক আজাদ, সহ-সভাপতি. মাও. ওমর ফারুক সন্ধিপী, সহ-সভাপতি: মাও. খালেদ সাইফুল্লাহ, সহ-সভাপতি: মাও. আ, ফ ম খালেদ হোসেন, সহ-সভাপতি: মাও. নেয়ামতুল্লাহ ফরিদী ও সেক্রেটারি: মাও. গাজী আতাউর রহমান। কমিটির বিস্তারিত সদস্য গনের তালিকা আসছে…