শিরোনাম

জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ’র চট্টগ্রাম হালিশহর থানার কমিটি গঠন

 

মাও. সানাউল্লাহ নূরী, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হালিশহর থানা কমিটি গঠন উপলক্ষে গতকাল (২৬ সেপ্টেম্বর ১৯ ইং) বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর কর্তৃক আলোচনা সভার আয়োজন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ও চট্রগ্রাম মহানগর সভাপতি, লেখক গবেষক আন্তর্জাতিক স্কলারস ও বিশিষ্ট ওয়ায়েজ আল্লামা ড.আ ফ ম খালিদ হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন জামেআ বায়তুল করীম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা ফরিদ উদ্দিন আনসারী, চট্টগ্রাম ইউনোভার্সিটি থেকে ডক্টোরেট আন্তর্জাতিক ইসলামী বিশ্ব বিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামী স্টাডিজের লেকচারার প্রভাষক ড. শোয়াইব মাক্কী।

অন্যদের মধ্যে ছিলেন, মাও. দেলোয়ার, মাও. শেখ আমজাদ হোসেন, মাও. মনসুরুল হক জেহাদী, মাও. ছানা উল্লাহ নূরী মাহমুদী, মাও. মাহমুদ হাসান, মাও. আব্দুর রাহমান, মাও. নজরুল ইসলাম, মুফতি সাহেদুল ইসলাম, মাও. আহমাদ হোসাইন আজিজী প্রমূখ।

হলিশহর থানা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটিতে যারা থাকছেন। সভাপতি: মাও. সাদেক হোসাইন, সহ-সভাপতি: মাও. আব্দুর রহমান, সাধারণ সম্পাদক: মাও. বেলাল হোসেন।

নিউজটি শেয়ার করুন :