শিরোনাম

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন’র লোহাগাড়া শাখার নেতৃবৃন্দ ও থানার অফিসার ইনচার্জ’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ নবাগত লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন (মাহমুদ) এর সঙ্গে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন লোহাগাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক এম,এ,তাহের(তারেক), সিনিয়র সহ-সভাপতি মাস্টার মোহাম্মদ মিয়া ফারুক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, সহ-সম্পাদক বাবু তুষার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বাবুল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউসার, দপ্তর সম্পাদক মোঃ জিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস, তথ্য ও গবেষণা সম্পাদক ফাহিমুর রহমান ও নির্বাহী সদস্য খানে আলম প্রমুখ।

এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে থানা প্রশাসনের সাথে বিস্তারিত আলোচনা হয় । জঙ্গিবাদ,সন্ত্রাস,মাদক, এর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে জাকের হোসাইন মাহমুদ (ওসি) বলেন, আপনারা সঠিক তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন।

বর্তমান সরকার মাদক, জঙ্গিবাদ,দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে মত প্রকাশ করেন। তিনি আরো বলেন থানাকে দালাল মুক্ত করতে আমি বদ্ধপরিকর। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন লোহাগাড়া শাখার নেতৃবৃন্দরা সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন :