ডেস্ক রিপোর্ট:
জাতীয় সাংবাদিক ক্লাবের ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চ্যানেল নিউজের সম্পাদক কাজী জহির উদ্দিন তিতাসকে বিভিন্ন ভাবে হয়রানী ও প্রাণ নাশের হুমকী দেয়া হয়েছে। এ বিষয়ে মতিঝিল থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে। জিডি নং- ৩৯।
জিডিতে প্রকাশ ২৪খবরবিডি.নেট এর প্রকাশক ও সম্পাদক এম এ সায়েম উক্ত পত্রিকার ওয়েবসাইট তৈরীর বিষয়ে বিগত লকডাউনের পূর্বে তাহার সাথে ১৫,০০০/- (পনের হাজারো) টাকায় চুক্তি করেন। চুক্তির পর এম, এ সায়েম তাহাকে নগদ ২০০০/- (দুই হাজার) টাকা প্রদান করার পর তিনি ওয়েবসাইটের সম্পূর্ণ কাজ সম্পন্ন করেন। কাজ সম্পন্নের পর তিনি এম, এ সায়েমকে বাকী টাকা পরিশোধ করে পাসওয়ার্ড নিতে বললে তিনি টাকা পরিশোধ না করেই পাসওয়ার্ড নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং বিভিন্ন ভাবে হয়রানী ও প্রাণ নাশের হুমকী প্রদান করতে থাকে।
শুধু তাই নয়, এম এ সায়েম তাহার বিরুদ্ধে বাড্ডা থানায় একটি জিডি ও সাইবার ক্রাইমে তাহার ওয়েবসাইট হ্যাকের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন। প্রকৃত পক্ষে এম এ সায়েম উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাহার টাকা পরিশোধ না করার লক্ষ্যে এসব মিথ্যা অভিযোগ করেন।
এ বিষয়ে জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের আশু হস্তক্ষেপ ও মিথ্যা অভিযোগ থেকে রেহায় কামনা করেন।