শিরোনাম

জামিয়া হুসাইনিয়া ইসলাম নগর ঈদগাহ মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল ১৮ ফেব্রুয়ারি

 

গিয়াস উদ্দিন, সিলেট জেলা প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের ২নংওয়ার্ডে অবস্থিত ইসলাম নগর ঈদগাহ মাদরাসা। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম নগর থেকে দুরে হওয়ার দরুন সেখানে শিক্ষার হার কম। তাই সেখানকার ছেলে মেয়েদের শিক্ষার সুবিধার্থে ২০১০ সালে উক্ত প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করা হয়।

প্রায় দীর্ঘ ১০ বৎসর থেকে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা দিয়ে আসছে উক্ত মাদরাসার শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের পাশাপাশি জনসাধারণকে ইসলামের বিধি বিধান শিক্ষা দেয়ার জন্য বাৎসরিক দুটি ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়।

তারই ধারাবাহিকতায় আগামী ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে শুরু হবে ইসলাম নগর ঈদগাহ মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম-

(১)শায়খুল হাদিস মুফতি ইউসুফ সাহেব, শ্যামপুরী।

(২)শায়খুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী সাহেব, শায়খে চিল্লা।

(৩)হযরত মাওলানা ওলীউর রহমান সাহেব, সাহেবজাদা শায়খে বরুণা।

(৪)হযরত মাওলানা আং কাদির সাহেব শায়খে বাগেরখালি।

(৫) হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব, বানিয়াচঙ্গী।

(৬) হযরত মাওলানা ওলীউল্লাহ মাসুম সাহেব, বি বাড়িয়া সহ প্রমুখ।

মাদরাসার পরিচালক মাওলানা জাকারিয়া মাশুক, কোরআন হাদিসের আলোকে ইসলামি জীবন গড়ার প্রত্যয়ে এলাকাবাসীকে উক্ত ওয়াজ মাহফিলে আসার আমন্ত্রণ জানান।

নিউজটি শেয়ার করুন :