শিরোনাম

জিরি মাদ্রাসা-শান্তিরহাট সড়কে মানসিক অসুস্থ মহিলার সেবায় প্রশাসন, জনপ্রতিনিধিদের অবহেলা 

ডেস্ক রিপোর্ট: 

এটা কোন সিনেমার ডায়লক নয়, সত্তি ঘটনা। আজ মানবতা অসহায় ও চরম পন্থায়! করোনা পৃথিবীতে এমনেতে আসেনি। আমাদের মানবতাহীন কর্মের কারণেই এসেছে।

আজ ৯/৬/২০২০ থেকে বিগত চার দিন যাবৎ জিরি মাদ্রাসার পশ্চিম পার্শ্বে শান্তিরহাট টু মালিয়ারা সড়কের দ্বারে মানসিক ভারসাম্যহীন এই অসুস্থ মহিলা শুয়ে আছেন। তার পায়ে পোকা ধরে গন্ধ বাহির হওয়ার কারণে তার আশে পাশে কেও যাচ্ছে না।

তবে জিরি মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা হাফেজ খোবাইব এর অর্থায়নে মাদ্রাসার কিছু ছাত্র-শিক্ষক যথাসম্ভব খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এবং চিকিৎসার ব্যবস্থা করে আসছে। কিন্তু ফায়নাল-ই আজ যখন তাকে মেডিক্যাল পাঠানোর চেষ্টা করা হলে, নিম্মের লম্বা কাহিনি চলে আসে।

প্রথমে: এলাকার মেম্বারকে কল করলে,
তিনি বলেন, কাল একটা ব্যবস্থা করব।

তারপর: এলাকার চ্যয়ারম্যনকে কল করলে,
তিনি ঐ মহিলার ব্যাপার শুনার পরে, কল সাথে সাথে কেটে দিলেন। তিনি আর কল রিসিভ করছেনা।

তারপর: পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমাকে কল দিয়ে পাওয়া যায়নী।

তারপর: পটিয়া থানার অসি বোরহান সাহেবকে কল করলে, তিনি বলেন, এটা আমাদের কাজ নয়। এ কাজ স্বাস্থ্য বিভাগের।

তারপর: ইউএনও’র সাথে যোগাযোগ হলে,
তিনিও বলেন, এইটা আমাদের কাজ নয়, এটা স্বাস্থ্য বিভাগের কাজ।

তারপর: স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ হলে,
তারা বলেন, আনা নেওয়া আমাদের কাজ নয়। এটা ফায়ার সার্ভিসের কাজ। আপনারা তাদের সাথে যোগাযোগ করেন।

তারপর: ফায়ার সার্ভিস- এ কল করলে,
তারা বলেন, আমাদের এম্বুলেন্স তো এখানে নেই। নষ্ট হয়ে গেছে বিধায় ঠিক করার জন্য ওয়ার্ক্শপ এ নিয়ে গেছে।

তারপর: অপারগ হয়ে ৯৯৯ এ কল দিলে,
তারা বলেন, আমরা আপনাদের থেকে অনেক দূরে। আপনারা পার্শ্ববর্তী প্রশাসনের সাথে যোগাযোগ করেন।

তারপর: সিএমপি মানবিক টিম প্রধান সাখাওয়াত হোসাইনকে কল করলে, তিনি এখন পর্যন্ত কোন সাহায্য করতে না পারলেও উত্তরটা সুন্দর দিয়েছেন! তিনি বলেন, আমাদের সিএমপির বাহিরে যাওয়ার অনুমতি নেই (সুবহানাল্লাহ)। তারপরও আমি সিএমপির উপরস্থ কর্মকর্তার সাথে কথা বলে আগামীকাল সকালে জানাবো।

অতএব: আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা হলো, দেখা যাক কাল কি হয়। (এখন পর্যন্ত কোন খবর পাওয়া যায়নী)। এলাকাবাসীর দাবি ও আশাবাদী নিস্ব মহিলার চিকিৎসা ও আশ্রয়কেন্দ্রের ব্যাবস্থা করবে, সিএমপির উপরস্থ কর্মকর্তাগন।

 

সূত্র: জিরি মাদরাসা কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন :