সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক ব্যবসায়ীরা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ সহ মাদক পণ্য নিয়ে আসে।এগুলো প্রাইভেট কার,সি এন জি, অটোরিকশা, লেগুনা ইত্যাদির মাধ্যমে নগরীর বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্প অভিযান চালিয়ে গতরাত ২টায় উপজেলার গোয়াবাড়ি এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় মদ সহ একটি প্রাইভেট কার আটক করে।
জৈন্তাপুর ক্যাম্প সূত্রে জানা যায়, ২৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টায় উপজেলার গোয়াবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় মদের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে জানতে পেরে জৈন্তাপুর ক্যাম্পের হাবিলদার জামালের নেতৃত্বে টহল টিম নজরদারি বৃদ্ধি করে।
অনুমান রাত ২ টার সময় একটি প্রাইভেট কার দেখতে পেয়ে বিজিবি অবস্থান নেয়। মাদক কারবারিরা বিজিবির অবস্থান টের পেয়ে কার ফেলে চলে যায়। বিজিবি প্রাইভেট কার তল্লাশী করে ৪৮ বোতল নাম্বার ১ মেগঢল এবং ২ টি বিয়ার সহ ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। পরে বিজিবি মদ সহ প্রাইভেট জৈন্তাপুর ক্যাম্পে নিয়ে যায়।