গিয়াস উদ্দিন সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের ফেরিঘাট নামক স্থানে সোমবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টায় ফেরিঘাট নামক স্থানে একটি অনটেষ্ট সিএনজি সামসুল ইসলাম (২২) কে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। সামছুল ইসলাম নিজপাট বড়খেল গ্রামের বাসিন্দা সাবেক সড়ক ও জনপথ বিভাগের কর্মী মরহুম আবুল কাশিম ওরফে আবু মিয়ার ছেলে।
স্থানীয় জনতা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর স্থানীয় জনতা জৈন্তাপুর মডেল থানায় সংবাদ দিলে এএসআই রায়হানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থানে পৌঁছে সিএনজি থানায় নিয়ে যায়।
সিএনজির মালিক মাওলানা মিছবাহ উদ্দিন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের ১লক্ষ টাকা দেয়ার প্রতিশ্রুতি দান করেন ।