এম, লুৎফর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীরসাহেব চরমোনাইয়ের আহ্বানে বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগে দেশ ব্যাপী কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে, ঝালকাঠি জেলা ইসলামী আন্দোলন এর নেতাকর্মীগণ।
জেলা সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল’২০২০) সকাল ১০টা থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন। ত্রাণ বিতরণ আনুষ্ঠানিক ভাবে শুরু করেন সংগঠনের জেলা সভাপতি।
সকালে জেলা কার্যালয় ফকির বাড়ি এসাহাকিয়া কম্পেলেক্স থেকে, দিনব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচী চলে ঝালকাঠি শহরস্থ কলাবাগান, কাটপট্টি, চাঁদকাঠি ও ব্রাক মোড় শহ বিভিন্ন যায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেন নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সম্মানিত উপদেষ্টা মাওলানা মোক্তার হোসেন সিকদার, জেলা আন্দোলনের সহ-সেক্রেটারি মাওঃ মাইনুল হক, জেলা আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা শেখ মোঃ লুৎফর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোঃ নাঈম হোসেন খান সহ শ্রমিক নেতা আকিজ হোসেন সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।
সভাপতি তিনি তার আলোচনায় সকলকে ঘরে থাকতে বলেছেন, এবং শতর্কতা অবলম্বন করে বেশি বেশি স্তেগফার ও দোয়া করার জন্য বলেছেন। তিনি দ্রুত করোনা প্রাদুর্ভাব থেকে দেশ ও বিশ্বের সকল মানুষের মুক্তির জন্য দোয়া করেন এবং সকলকে দোয়া করতে বলেছেন।