শিরোনাম

ঝালকাঠিতে ঘুর্ণিঝড় বুলবুলের আগাতে  প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

 

এম,লুৎফর রহমান, জেলা প্রতিনিধি: ঝালকাঠিতে ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দুর্যোগ শেষে জেলার বিভিন্ন এলাকার প্রাপ্ত তথ্য নিরুপন করে এ তথ্য জানান জেলা প্রশাসক মোঃ জোহর আলী। জানা গেছে, রোবাবার সকালে ঘুর্ণিঝড় বুলবুল প্রায় ২ ঘণ্টাব্যাপি তান্ডপ চালিয়ে ১৩শ’ ৩৩ টি কাচা ও আধাপাকা ঘরবাড়ি ও ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে।

এছাড়া ১৪ হাজার ৫শ ৫০ হেক্টরের আমন ও উফসি জাতের ধানের ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার ৮শ টাকার ক্ষতি হয়েছে এবং সাড়ে ৫শ হেক্টর জমির শীতকালিন সবজি, ২শ৬১ কিলোমিটার রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় ৭শ ৪৮ টি ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে।

এ ঘূর্ণিঝড়ে জেলার ২ লাখ ৩৮ হাজার ৯শ ৮৫ পরিবারের মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানায় জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি। এছাড়া জেলার গবাদি ৯টি পশু, ২৩৫টি খামার, ৪১৮টি লেট্রিন ৫০টি গভীর নলকূপ ও ৫ কিলোমিটার বেরি বাধ ক্ষতিগ্রস্থ হয়েছে।

কয়েকজন কৃষক ও ক্ষতিগ্রস্থরা জানান, ঘরবাড়ি ও খেত খামারের ব্যাপক ক্ষতি হয়েছে, সরকারি সহায়তা না পেলে এ ক্ষতি পূষিয়ে উঠা সম্ভব নয়। খেতে পানি আটকে পড়ে থাকা ধান নষ্ট হচ্ছে এবং ধান গাছ পচে যাচ্ছে। বিভিন্ন ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসক জোহর আলী জানান, বুলবুলের আঘাতে ১২ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতির পরিমান আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে, দ্রুতই তাদের মাঝে ত্রান পৌছে দেয়া হবে এবং ক্ষতি গ্রস্থদের টিন ও নগদ টাকা দিয়ে সহযোগীতা করা হবে।

নিউজটি শেয়ার করুন :