এম.আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঝালকাঠী: আজ (১৮ অক্টোবর)১৯ইং শুক্রবার বিকেলে ঝালকাঠী ডিসি পার্কে অনুষ্ঠিত বিডি ক্লিন ঝালকাঠী জেলার ৭ম ইভেন্ট।
পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে বিডি ক্লিন। এরই ধারাবাহিকতায় ঝালকাঠী টিমের এই অায়োজন। তারা আশা করেন একদিন বাংলাদেশ পরিচ্ছন্ন হবে। সেদিন সবাই মাথা উঁচিয়ে বলবে আমরা পরিচ্ছন্ন বাংলাদেশের গর্বিত নাগরিক।
সেই লক্ষ্যেই বিডি ক্লিন- ঝালকাঠি তুমুল উদ্দিপনার মধ্য দিয়ে আজ সম্পন্ন করল সপ্তম ইভেন্ট। ইভেন্ট টিতে অংশগ্রহন করে শপথ নেয় প্রায় ৩৫ জন সদস্য। প্রতি শুক্রবার শহরের যেকোন একটি ময়লাযুক্ত স্থান বাছাই করে পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেন। সাথে সাথে মানুষকে সচেতনতার মাধ্যমে যেখানে সেখানে ময়লা ফেলার অভ্যাস পরিবর্তন করে সঠিক স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ করা হয়।
বিডি ক্লিন ঝালকাঠীর সদস্যদের কাজ দেখে ডিসি পার্কে ঘুড়তে আসা সচেতন মানুষ গুলোও অংশনেন পরিচ্ছন্নতার কাজে। বেলা শেষে শেষ হয় এদের সপ্তম ইভেন্টের কার্যক্রম।