শিরোনাম

ঝালকাঠিতে প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন সম্পন্ন

এম.আমিনুল, ঝালকাঠী প্রতিনিধিঃ 
অদ্য ০৫ই সেপ্টেম্বর সকাল ১০ঘটিকায় ঝালকাঠিতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটিন সম্পন্ন হয়। প্রধান শিক্ষক সমিতির ঝালকাঠী জেলা আহবায়ক জেলা সদরের শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুরুন্নাহারের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়।

সর্বসম্মতিক্রমে বাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী হাওলাদারকে সভাপতি, সৈয়দা হালিমা মোয়াজ্জেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়মা আক্তার মনিকে সাধারণ সম্পাদক ও ভাওতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ কুমার রুদ্রকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য এ কমিটি গঠিন করা হয়। উল্লেখ্য ২০১৫ সালে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠিত হয়।

নিউজটি শেয়ার করুন :