এম,লুৎফর রহমান, জেলা প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠিতে র্যালী, আলোচনাসভা, ঋণ প্রদান, প্রতিবন্ধীদের খেলা, মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। শুক্রবার(০১নভেম্বর’১৯) সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট চত্ত¡রে যুব সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা হলরুমে আলোচনাসভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা ভাইসচেয়ারম্যান মইন তালুকদার, পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিল প্রমুখ।
এসময় ১৪জনকে উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ৮লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় শিশু পার্ক মুক্তমঞ্চ প্রাঙ্গনে প্রতিবন্ধীদের ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সকাল ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়। সাড়ে ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তর চত্ত¡রে ফলদ বৃক্ষ রোপণ করা হয়।