এম.আমিনুল ইসলাম, ঝালকাঠী:
অদ্য ২০ই জানুয়ারি বুধবার ঝালকাঠী’র সার্কিট হাউস মিলনায়তনে ঝালকাঠিতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যগে অনুষ্ঠিত ৩দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের উপর প্রশিক্ষণ নেয়া ৩৫ সদস্যকে সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে সনদ প্রদান করা হয়।
ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত এর সভাপতিত্বে
অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহনকারীদের সনদ তুলে দেন জেলা প্রশাসক মোঃজোহর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠী পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রশিক্ষণ কো অর্ডিনেটর পিআইবির জেষ্ঠ্য প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আককাস সিকদার, সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান এবং প্রশিক্ষক ড. প্রদীপ কুমার পান্ডে।
উল্যেখ্য, গত ১৮ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ প্রশিক্ষণ। এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন নিউইয়র্ক টাইমস পত্রিকার স্ট্রিংগার জুলফিকার আলি মানিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবির প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুন এবং সিনিয়র সাংবাদিক আলম রায়হান।