এম,লুৎফর রহমান, ঝালকাঠিঃ ঝালকাঠি সদর উপজেলায় ৪ নং কেওড়া ইউনিয়নের নেহালপুর গ্রামের এক খামারে বাচ্চা প্রস্রাবের ৬ দিন আগে থেকেই দুধ দেয়া শুরু করে। এ বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
বিষয়টি লোক মাধ্যমে শুনে (০৫ নভেম্বর’১৯) ঘটনা অনুসন্ধানে গেলে খামারের মালিক মিলন তালুকদার জানান প্রায় ৮ বছর যাবত আমি গরুর খামারে বিভিন্ন প্রজাতির গাভি পালন করেছি কিন্তু ইতি পূর্বে এমন ঘটনা কখনো ঘটেনি।
আজ গরুটি একটি বাচ্চা প্রস্রাব করে।
নিউজটি শেয়ার করুন :