এম.আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ঝালকাঠীঃ অদ্য ২৫শে অক্টোবর ২০১৯ ইং রোজ শুক্রবার সকালে ঝালকাঠী জেলা প্রেসক্লাব মিলনায়তনে সামজিক সংগঠন দুরন্ত ফাউন্ডেশন কতৃক অায়োজিতো সেরা মেধা অন্বেষণ ২০১৯ এর চূড়ান্ত পর্ব ও পুরোষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বে পরীক্ষার মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাইমাতুল জান্নাত নিশু। রানার্সআপ হয়েছে কমলী কান্দর নবীন চন্দ্র বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাধা রানী বর্ণ। অনুষ্ঠানে সেরা ১০জন মেধাবীকে পুরস্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। সংগঠনের সভাপতি তাসিন মৃধা অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠী প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি শ্যামল চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক মানিক রায়।
সেরা মেধা অন্বেষণে ঝালকাঠির ছয়টি বিদ্যালয়ের ৬০ জন প্রতিযোগী অংশ নেয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন দুরন্ত ফাউন্ডেশনের গর্বিত সদস্যবৃন্দ।