এম.কলিম উল্লাহ, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোরা নয়াপায়া ২৭নং ক্যাম্প সংলগ্ন প্রকাশ্যে স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত দলের গুলিতে স্থানীয় এক যুবক খুন হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোরা নয়াপায়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্প শালবাগান পাহাড় থেকে কুখ্যাত জকির ও ধইল্যা ডাকাতের নেতৃত্বে ৭/৮জনের স্বশস্ত্র ডাকাত দল নেমে আসছে দেখে পার্শ্ববর্তী এনামের দোকানে বসা নয়াপাড়ার আবুল বশরের পুত্র আব্দুস শুক্কুর (৩০) পালিয়ে চাচা আবুল হাশিমের বাড়িতে আশ্রয় নেয়। তখন ডাকাত দলের সদস্যরা পেছন হতে ধাওয়া করে চাচার বাড়ি হতে জোরপূর্বক টেনে-হেছড়ে বের করে মারধর করে নিয়ে যায়।
পরে কুখ্যাত ডাকাত সর্দার জকিরের আস্তানায় শালবাগান আবুল হাশি মসজিদের পাশের এনামের দোকানের সামনে প্রকাশ্যে গুলি করে খুনের পর আতংক সৃষ্টি করে বীরদর্পে পাহাড়ের দিকে চলে যায়। নিহত ব্যক্তি দুই কন্যা সন্তানের জনক বলে জানা গেছে। এই ঘটনার খবর পেয়ে নয়াপাড়া ক্যাম্প পুলিশের এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের রিপোর্টের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেন।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানান, রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। তিনি এই ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে বলে জানান।
স্থানীয় একাধিক সুত্র জানায়, নিহত ব্যক্তি এক সময় জকির ডাকাতের সাথে কাজ করত। কিছুদিন পূর্বে সে এই গ্রুপ ছেড়ে স্বাভাবিক জীবন-যাপন শুরু করে। তখন জকির ডাকাতের মনে সন্দেহ সৃষ্টি হয়ে যে, নিহত ব্যক্তি আইন-শৃংখলা বাহিনীকে জকির গ্রুপের তথ্য সরবরাহ করছে। এরই সুত্রধরে আইন-শৃংখলা বাহিনী বার বার ডাকাত জকির গ্রুপের আস্তানায় অভিযান চালায়। এই সন্দেহে স্থানীয় এই ব্যক্তিকে প্রকাশ্য দিনের বেলায় গুলিবর্ষণ করে খুন করে।
এদিকে টেকনাফের ৮টি রোহিঙ্গা ক্যাম্পের স্বশস্ত্র রোহিঙ্গা গ্রুপের হাতে বার বার স্থানীয় মানুষ খুন ও গুমের ঘটনায় জনমনে চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।