সমিতির সাধারণ সম্পাদক এম. মোরশেদ এম. তিনি বলেন ব্যবসাকে হালাল চোখে দেখতে হবে। তাহলে জান্নাতের অনুসারী হওয়া যাবে এবং ব্যবসায়ীদের সজাগ থাকারও অনুরোধ জানান।
ওলামা কন্ঠ ডেস্ক: চট্টগ্রাম- বন্দর থানা শাখার বাকের আলী ফকিরের টেকের মোড় দোকান মালিক সমিতির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) মিলাদ মাহফিল অাজ (২১ নভেম্বর-১৯ ইং) বৃহস্পতিবার পালিত হল।
এতে প্রধান আলোচক ছিলেন-অত্র এলাকার আব্দুল আজিজ মালুম জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দীন মিয়াজী।
অতিথি ছিলেন বাকের আলী ফকিরের টেক দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি- মো: সফি আলম বাদশা, সাধারণ সম্পাদক- এম. মোরশেদ এম., সিনিয়র সভাপতি- হাজী সরোয়ার, সহ-সভাপতি- মো: জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক- মো: মোশারফ, সাংগঠনিক সম্পাদক- হাজী আবুল হোসেন সুমন, অর্থ সম্পাদক- মোঃ জসিম, সহ-অর্থ সম্পাদক- মোঃ আব্দুল মন্নান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- মোঃ জাহিদুল আলম, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক- নুর মোহাম্মদ, প্রচার সম্পাদক- মোঃ হারুন, কার্যকরী সম্পাদক-মোঃ জাকির।
অন্যদের মধ্যে ছিলেন মোঃ আরিফ, মোঃ কামরুল ইসলাম বাদশা, মোঃ হেফাজ উদ্দিন, মোঃ ইব্রাহিম ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন অত্র সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এম. মোরশেদ এম. তিনি বলেন ব্যবসাকে হালাল চোখে দেখতে হবে। তাহলে জান্নাতের অনুসারী হওয়া যাবে এবং ব্যবসায়ীদের সজাগ থাকারও অনুরোধ জানান। পরে খতিব সাহেব সমাপ্তি মোনাজাত করেন।