এম.আমিনুল ইসলাম, ঝালকাঠী প্রতিনিধি
অদ্য ২৩শে জানুয়ারী সকালে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী ডহরশংকর নাপিতের হাটে (ডহরশংকর নতুন হাট) ঝালকাঠী’র সেচ্ছাসেবী সংগঠন “রক্ত কণিকা ফাউন্ডেশন” রাজাপুর জোনের উদ্যোগে “মানবতার সন্ধানে তারুণ্যের বন্ধন” এই স্লোগান সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ ক্যাম্পেইন এ প্রায় দুই শতাধিক মানুষকে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সাস্থ সচেতনতা বিষয়ে গ্রুত্বপূর্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রক্ত কণিকা ফাউন্ডেশন ঝালকাঠী টিম এর এ্যাডমিন মোঃ মুস্তাফিজুর রহমান, লুৎফুন নাহার,ৎসিনিয়র সদস্য কাওসার ইসলাম, রবিউল ইসলাম, প্রিতম তালুকদার, আসিফ ইসলাম, প্রিন্স আহমেদ।
আরো উপস্থিত ছিলেন রাজাপুর জোন এর এডমিন তাওহিদ সিদ্দিকী, সদস্য রবিউল ইসলাম,বরিউল হাসান ও গিয়াস সহ স্থানীয় বহু যুবক। রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা সকলেই এ উদ্যোগকে সাধুবাদ জানান, অনেকে বলেন এমন উদ্যোগের ফলেই রক্ত নিয়ে সকল কু সংস্কার ভূলুণ্ঠিত হবে এবং নতুন রক্তযোদ্ধা তৈরী হবে।