শিরোনাম

ডিজিটাইজেশনে মুন্সীগঞ্জ জেলার সাফল্য

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি: 
কোভিড-১৯ এর মহাকারী করোনা ভাইরাসের দূঃসময়ে জেলা প্রশাসকের কার্যালয়কে মানুষের প্রয়োজনে সার্বক্ষণিক সচল রাখতে হয়েছিল এর পূর্বেও জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ তার সর্বাত্নক প্রচেষ্টায় বাংলাদেশ সরকারের একটি অন্যতম নীরব অর্জন- ই-নথি বাস্তবায়নে অত্যন্ত ইতিবাচক ফলাফল লাভ করে আসছে। কোভিড-১৯ এর প্রাদুর্ভার শুরু হওয়ার সময় গত মার্চ মাসে দেশের ৬৪টি জেলার মধ্যে ‘বি’ ক্যাটাগরির ২৭টি জেলার মধ্যে মুন্সীগঞ্জ ৩য় স্থান অধিকার করে যা গত এপ্রিল মাসেও একই অবস্থানে রয়েছে।

একই সাথে উপজেলা নির্বাহী কার্যালয়সমূহও দেশের ৪৯২টি উপজেলার মধ্যে সিরাজদিখান, সদর ও শ্রীনগর উপজেলাসমূহ যথাক্রমে ৬ষ্ট, ১৬শ ও ১৮শ তম স্থান অধিকার করেছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন মনে করে কোভিড-১৯ মোকাবিলায় অফিসে কিংবা বাসায় বসে জনস্বার্থে ই-নথি সর্বাত্নকভাবে ব্যবহার করার ফলশ্রুতিতে তাদের এ অর্জন।

নিউজটি শেয়ার করুন :