ভোলা প্রতিনিধি: লালমোহন উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা কালীন সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমানের নাতনী, সাবেক সরকারী কর্মকর্তা মরহুম আবুল হোসেন মিয়ার ছোট মেয়ে, ঢাকার সাইবার ক্রাইম ট্রাইবুনালের জজ আস সামস জগলুল হোসেন অরুনের ছোটবোন ফারজানা হোসেন টুকু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে… রাজেউন)।
আজ মঙ্গলবার মাগরিব নামাজ শেষে চরভুতা ইউনিয়নের মাহামুদ হাওলাদার বাড়ীতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমা টুকু, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, মিরপুরের ইংরেজি শাখার ভাইস-প্রিন্সিপ্যাল হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন।
নিউজটি শেয়ার করুন :