শিরোনাম

ড. আ ফ ম খালিদ হোসেন দোয়া চেয়ে আগামী ২১ দিন মোবাইলে কল নিষেধ করেন

ওলামা কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট, ইসলামিক স্কলার, আলোচক, দৈনিক ওলামা কন্ঠ পত্রিকার সিনিয়র উপদেষ্টা, চট্টগ্রামের ওলামা নেতা ও এমই ওমরগণি কলেজের সাবেক অধ্যক্ষ আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন আজ (৬ সেপ্টেম্বর ২১ ইং) সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে ভক্ত ও অনুরাগীদের অনুগ্রহপূর্বক বলেন, আগামী ২১ দিন আমাকে মোবাইলে কল না করার জন্য অনুরোধ করছি।

তিনি আরো বলেন, করোনা পরবর্তী শারীরিক নানা জটিলতায় আক্রান্ত হয়েছি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আগামী ২১ দিন কোন ধরনের কথা বলা যাবে না। কন্ঠস্বরকে পূর্ণ বিশ্রামে (Voice Rest) রাখতে হবে। লিখে অথবা ইশারায় মনের ভাব প্রকাশ করতে হবে। এমতাবস্থায়, আগামি ২১ দিন কারো সাথে সাক্ষাৎ করা, বক্তৃতা প্রদান বা মোবাইলে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়।

কোন অতি জরুরি কথা থাকলে মোবাইলে মেসেজ বক্সে অথবা ফেসবুক মেসেঞ্জারে লিখে জানাতে পারেন। আমি উত্তর দিতে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। সবার সহযোগিতা প্রত্যাশা করে আমার সুস্থতা ও নেক হায়াতের জন্য বিনীতভাবে দোয়া চাচ্ছি। আল্লাহ তায়ালার দয়া ও রহমত আমার ওপর বর্ষিত হোক। আমিন।

উল্লেখ্য: তিনি গত আগস্ট মাসে করোনা সিনড্রোম দেখা দিলে ডাক্তারের স্মরণাপন্ন হন ও পরীক্ষায় করোনা পজেটিভ আসে। পরে ৫ আগস্ট ২১ বৃহস্পতিবার বাদ ইশার পরে দ্বিতীয় বার করোনা টেস্টের জন্য চট্টগ্রাম ওয়াসা হাসপাতালে যান। চট্টগ্রাম ওয়াসা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মুসলেহ উদ্দীনের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন। তার সার্বিক নির্দেশনা মেনেই বাসায় আইসোলিয়েশনে ছিলেন। সূত্রে জানা যায় তাঁর পরিবারের কয়েকজন সদস্যও করোনা আক্রান্ত ছিলেন। তিনি করোনা থেকে পরিত্রান পেলেও ফুসফুসের একটি অংশ আক্রান্ত হয়েছে। চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন :