শিরোনাম

ঢাকায় ফিরে আসছেন টাইগাররা

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মত গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট। বাংলাদেশের যেমন প্রথম, তেমনি ভারতের মাটিতেও প্রথম। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচ দেখার আগ্রহ খুব বেশি ছিল ক্রিকেট ভক্তদের। যে কারণে চারদিনের টিকিট পুরোপুরিই বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু সেই ৫ দিনের টেস্ট চারদিন তো দুরে থাক, শেষ হয়ে গেছে আড়াই দিনেররও কম সময়ে। যার ফলে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের দেশে ফেরার ধুম পড়ে গেছে।

পাঁচ দিনের টেস্ট হবে ধরেই বাংলাদেশ দলের দেশে ফেরার ফ্লাইট সিডিউল করা হয়েছিল। মূলতঃ সেটাই নিয়ম। খেলা যে কয়দিনেরই হোক না কেন, পাঁচ দিন ধরেই অফিসিয়াল সিডিউল করা হয়।

সে হিসেবে কলকাতা টেস্ট চলার কথা ছিল ২৬ তারিখ পর্যন্ত। তাই, ২৭ তারিখ বিমানের কলকাতা-ঢাকা ফ্লাইটেই রাজধানীতে ফেরার কথা ছিল জাতীয় দলের ক্রিকেটারদের; কিন্তু তা আর হচ্ছে না। এখন ভেঙে ভেঙে যে যার যার মত দেশে ফেরার তাড়া ক্রিকেটারদের মধ্যে।

ইতিমধ্যেই অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজ ও আল আমিন কলকাতা ছেড়েছেন রাজধানী ঢাকার উদ্দেশ্যে। আজ রাতেই তারা পৌঁছে যাবেন ঢাকায়। দলের আরেকটি বড় বহর ঢাকায় ফিরবে আগামীকাল (সোমবার) রাত ৯টায় বিমানে কলকাতা-ঢাকা ফ্লাইটে।

নিউজটি শেয়ার করুন :