শিরোনাম

ঢাকা-মাওয়া সড়কে যাত্রী বেশে ছিনতাই

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া সড়কে যাত্রীবেশে অন্য এক যাত্রীকে অস্ত্র ঠেকিয়ে প্রহার করে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।রবিবার সকাল সাড়ে ৯টার সময় ভুক্তভোগী যাত্রী রফিকুল ইসলাম লৌহজং উপজেলার শিমুলিয়া ভাঙা এলাকা থেকে ঢাকার উদ্দেশে একটি প্রাইভেট কারে ওঠে। শ্রীনগরে যাওয়ার পরে সেখানে থাকা চালকসহ ৪ ব্যক্তি রফিকুলকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা দাবি করে।

এ সময় রফিকুলকে কিলঘুষি, থাপ্পড় ও রড দিয়ে প্রহার করা হয়। পরে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা এনে রফিকুলকে ঢাকা-মাওয়া সড়কের চৌধুরী রোডের মাথায় নামিয়ে দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। রফিকুলের বাড়ি উপজেলার উত্তর হলদিয়া গ্রামে। সে মরহুম মজম আলী শেখের ছেলে।

নিউজটি শেয়ার করুন :