এম.এস আরমান:
কোনো সাংবাদিক বা সাধারণ মানুষকে তদন্ত না করে আইসিটি মামলায় আটক বা গ্রেপ্তার করে কারাগারে পাঠানো কাম্য নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহনও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ৩ টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট বাজারস্থ জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বলবিতরণ অনুষ্ঠানে কথাগুলো বলেন তিনি।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন কমিশন আগামী ৩০ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি রাখলেও আওয়ামী লীগ নির্বাচনে থাকবে, না রাখলেও থাকবে, এ নিয়ে বিতর্কের কিছু নেই, এ নিয়ে আমাদের মাথা ব্যথাও নেই।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, হাতিয়া উপজেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র মীর্জা আবদুল কাদের, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন্নাহার শিউলি, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।