শিরোনাম

তবলছড়িতে পার্বত্য নাগরিক পরিষদের বিক্ষোভ সমাবেশ

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা তাইন্দং তবলছড়িতে নিরীহ বাঙ্গালিদের উপর উপজাতীয় ইউপিডিএফ এর অবৈধ অস্ত্রধারীদের অব্যাহত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯মার্চ) শুক্রবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ইঞ্জিঃ আবদুল মজিদ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ও সাবেক মেয়র মোঃ আলমগীর কবির।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ মোঃ আবুতাহের।

জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও খাগড়াছড়ি জেলাকমিটির সিনিয়র ভাইন্স প্রেসিডেন্ট মোঃ রেজাউল করিম মাষ্টার,সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমূখ।

সমাবেশে বক্তাগণ নিরীহ-নিরস্ত্র অসহায় বাঙালিদের উপর সন্ত্রাসী হামলা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন :