শিরোনাম

তাবলিগ জামাতের মুরুব্বি মাও. মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন

 

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ তাবলিগ জামাতের মুরুব্বি, কাকরাইল মারকাজের প্রবীণ শূরা সদস্য ও আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের’র শ্বশুর মাওলানা মোজাম্মেল হক (৯৫) ইন্তেকাল করেছেন। ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

আজ (৮ ফেব্রুয়ারি২০) শনিবার ১০ টার সময় রাজধানীর মোহাম্মদপুরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বলে জানা যায়।

মরহুমের ছেলে মাওলানা আনাস বিন মোজাম্মেল “দৈনিক ওলামা কন্ঠ” কে জানান কাল (৯ ফেব্রুয়ারি) রোববার বাদ মাগরিব চট্টগ্রাম চকরিয়া দুরহাজারা নতুনপাড়া হাই স্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

মরহুম মাওলানা মুজাম্মেল হক তাবলিগের বাংলাদেশের সবচেয়ে প্রবীণ আলেম ছিলেন। তিনি মুফতিয়ে আজম ফয়জুল্লাহ (রহ.) এর খলিফা ও পীর ফজলুল করীম চরমোনাই (র.) বেয়াই ছিলেন।

নিউজটি শেয়ার করুন :