এম.এস আরমান,নোয়াখালী: যুগের সাথে তাল মিলিয়ে ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় গ্রুত্ব দিয়ে পরিচালিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মারকাযুত তাকওয়া মাদ্রাসা সফলতার ৫ম বছরে এসে গতকাল (১৬ নভেম্বর’১৯) রোজ শনিবার অভিভাবক সমাবেশ ও একগুচ্ছ সফলতার প্রদর্শনী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অভিভাবক সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মুহা. রুমেল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দীন ও সৌদিআরব প্রবাসী আলহাজ্ব হযরত মাওলানা ওমর ফারুক।
অভিভাবক সমাবেশ ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে রুমেল চৌধুরী বলেন কোম্পানীগঞ্জের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমি ঘুরে দেখেছি কিন্তু মারকাযুত তাকওয়া মাদ্রাসার পড়া লেখার সিস্টেইম গুলো অনেকটা বেতিক্রমী, মাদ্রাসার ছাত্রদের লেখা, উপস্থাপনা,সংসদ বিতর্ক প্রতিযোগিতা, ইংলিশ স্পোকিং-এ অসাধারণ উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে, এই সফলতার ধারাবাহিকতা যদি মাদ্রাসা কর্তিপক্ষ ধরে রাখতে পারেন তাহলে এই প্রতিষ্ঠান থেকেই আগামীদিনের দেশ প্রধান, সংসদ সদস্য, দেশ পরিচালক তৈরী হবেন আমি আশাবাদী।
তিনি আরো বলেন এই প্রতিষ্ঠানের আগামীদিনের সফলতার ধারাবাহিকতা রক্ষার্থে প্রত্যেক অভিভাবক-অভিভাবিকা এবং এলাকাবাসী নিজ নিজ অবস্থান থেকে মাদ্রাসার সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
উক্ত অভিভাবক সমাবেশে আরো বক্তব্য রাখেন সৌদিআরব প্রবাসী আলহাজ্ব হযরত মাওলানা ওমর ফারুক,মাওলানা আতিক উল্যাহ আল মামুন,মাওলানা যোবায়ের,মাওলানা আব্দুর রহমান,হাফেজ আফছারসহ প্রমূখ আলেমবৃন্দ।