মন বলে এই বুঝি এসে গেছো তুমি,
এপাশে ওপাশে তাকাই মৃদুমন্দ হেঁসে
তুমি আসবে বলে মনে বসন্ত জেগেছে,
বহুকাল কেঁদে কেঁদে ভিজিয়েছি বুক
দেখতে চেয়েছি শুধু তোমার গোলাপ বরণ মুখ,
তুমি আসবে বলে আজ খুশির জোয়ার
বইছে রন্ধ্রে রন্ধ্রে
তুমি আসবে বলে আজ নিজেকে
সাজাই নতুন আনন্দে।