শিরোনাম

তেঁতুলিয়ার অব্যাহত ভাংগনে ধূলিয়া বিলুপ্তির পথে

শাহ জামান, পটুয়াখালী থেকেঃ 

বিগত ৫০ বছরের ও অধিক সময় ধরে তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাংগনের ফলে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়ন এবং বরিশাল জেলার বাকেরগন্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়ন থেকে হারিয়ে গেছে কয়েক হাজার একর ফসলি জমি,হাজার হাজার বসতবাড়ী,স্কুল, মসজিদ, মাদ্রাসা।

গত ১০ বছর ধরে খুবই ভয়ংকর হয়ে উঠেছে তেঁতুলিয়া নদী।দ্বিগুনহারে চলছে তান্ডব।
বর্তমানে হুমকির মুখে ন্যাপ নেতা ভাষা সৈনিক সৈয়দ আশরাফের সমাধিস্থল সহ ২ জন মুক্তিযুদ্ধের কমান্ডার এবং একসাথে শহীদ হওয়া ১৭ জন বীর মুক্তিযোদ্ধার সমাধি ও বসত বাড়ী।
এছাড়া স্কুল, মসজিদ সাইক্লোন সেন্টার।
স্থানীয়রা জানা ২০১৮/১৯ সালে মানববন্ধন করেও আমরা কোন সহযোগীতা পাইনি সরকারের কাছ থেকে।

জনাব সৈয়দ রিপন বলেন যদি দ্রুত ভাংগন রক্ষা প্রকল্পের পদক্ষেপ না নেয় সরকার তাহলে অচিরেই তেঁতুলিয়ার গর্ভে বিলীন হয়ে যাবে ধূলিয়া ইউনিয়ন।

নিউজটি শেয়ার করুন :