তোমাকে আজো পাইনি বলে
চারিদিকে কুয়াশা- জমাট ফোঁটা ফোঁটা বিষ
আমাদের মাথার উপর এখনো ঘোরে
সাম্রাজ্যবাদী কালো থাবা।
তোমাকে আজো পাইনি বলে
আজ আমরা একা হয়ে গেছি
পুনর্বার আমাদের ঘারে চাপিয়ে দেয়া হয়েছে
পশ্চিমা শোষণের জোয়ার।
তোমাকে আজো পাইনি বলে
আমাদের কৃষকেরা আজও শূন্য পাকস্থলী
স্বাধীন স্বদেশেও ফিরে আসে ছাউনি- শাসন
স্বজাতির মুণ্ড কাটে স্বদেশের ঘাতক।
তোমাকে আজো পাইনি বলে
আমাদের পঙ্গু- মুক্তিযোদ্বা, ভূমিহীন কৃষক আজ
অঙ্গহীন শ্রমিকেরা ভিক্ষার ঝুলি হাতে নিয়ে
পথে পথে ঘোরে।
তোমাকে আজো পাইনি বলে
অনাহারী কৃষক প্রতারক পীরের
চরণে রাখে জমিনের প্রথম ফসল
সত্যের প্রতিবাদী হলে আজ ভয়ে যায়
রক্তের স্রোত।
তোমাকে আজো পাইনি বলে
শিক্ষাগুরু আজো সমাজে লাঞ্ছিত-বঞ্চিত
অবুঝ শিশুর ধর্ষিতা মায়ের আর্তনাদ
আসছে বেশে কানে কনে কনে।
তোমাকে আজো পাইনি বলে
কল্যাণ- ভাতার পেছনে হাঁটে অসুস্থ মুক্তিযোদ্ধা
জাতির শ্রেষ্ঠ সন্তান
লেজুড়বৃত্তি করে করে মেরুদন্ডহীন ।
অথচ ভন্ড নেতারা রাজাকারের কোলে বসে গেয়ে যায়, বিজয়ের গান।