শিরোনাম

ত্রাণের অপেক্ষায় চেয়ে আছেন বৃদ্ধা রোজিনা

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ
সারা বিশ্ব যখন মরণঘাতি করোনাতে গৃহে অবস্থান করছেন সবাই। তখন নওগাঁর ধামইরহাটের রোজিনা খাতুন (৬৮) বয়সি বৃদ্ধা ত্রাণের অপেক্ষায় প্রহর গুনছেন।

জানা যায়, বৃদ্ধার বাড়ি জেলার ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের জামাইল গ্রামে। তিনি নিঃসন্তান অসহায় অবস্থায় বর্তমানে ওই গ্রামের মজিদ চৌধুরীর বাড়িতে অবস্থান করেন।

আরো জানা যায়, বাড়ির মালিক জেলার নজিপুর পৌর শহরে থাকেন। এ সুযোগে বাড়ির দেখার দায়িত্বে আছেন বৃদ্ধা রোজিনা। কিন্তু, বর্তমানে কেউ দু’মুঠো ভাত দিলে মুখে ওঠে। এমতাবস্থায় সরকারি কিংবা সামাজিক সংগঠন অথবা বৃত্তবানদের খাদ্যসামগ্রী সাহায্যের অপেক্ষায় চেয়ে আছেন বৃদ্ধা রোজিনা।

বৃদ্ধা রোজিনা জানায়, করোনাতে সব মানুষ গৃহবন্দী যাপন এখন। কেউ আমার খোঁজ নেয় না। বাজার নেই, চাল নেই ঘরে। আমি এখন কি খাব?

নিউজটি শেয়ার করুন :